তুরস্ক যাওয়ার পথে ঠান্ডায় প্রাণ গেল তানিলের
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৮:১১:০৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : ইরান থেকে অবৈধ পন্থায় তুরস্কে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তানিল আহমদ (২৩)। তানিল আহমদ শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ৫ সন্তানের মধ্যে বড় সন্তান।
জানা যায়, জীবিকার তাগিদে গত বছরের অক্টোবরে ইরানে যান তানিল আহমদ। তবে সম্প্রতি ইউরোপে উন্নত জীবনযাপনের স্বপ্ন নিয়ে ইরান থেকে অবৈধপথে তুরস্কে যাওয়ার পথে সোমবার বরফে আটকা পড়ে ঠান্ডায় মৃত্যুবরণ করে সে।
মঙ্গলবার তানিলের মৃত্যুর খবর পান তার পরিবার। তানিলের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের বড় ছেলের মৃত্যুশোকে বারবার মুর্ছা যাচ্ছেন তানিলের মা।
ঠাকুরভোগ এলাকার মইনুল হাসান তালুকদার তানিলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কয়েক মাস আগে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে ইরান প্রবাসে যান তানজিল। কিন্তু ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠান্ডায় মারা যায় সে। তার মৃত্যুতে তার পরিবর ও এলাকায় শোক বিরাজ করছে।