মালয়েশিয়ায় সহজ হচ্ছে বিদেশী কর্মী নিয়োগ পদ্ধতি
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৫:২৫:০৯ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের নিয়োগের নিয়মগুলি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে বিদ্যমান পূর্বশর্তগুলি বাদ দিয়ে প্রয়োজনীয় ভিত্তিতে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে আবারও চালু করেছে রি-ক্যালিব্রেশন প্রোগ্রাম।
প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, নতুন পেলান কেলংগারান পেনগাজিয়ান পেকেরজা আসিং (পিকেপিপিএ) বা বিদেশী কর্মীদের নিয়োগের সুবিধা দেওয়ার পরিকল্পনা, নিয়োগকর্তারা তাদের সামর্থ্য এবং প্রয়োজনের সীমাবদ্ধতা (কোনো পূর্বশর্ত বা কোটা) ছাড়াই ১৫টি দেশ থেকে বিদেশী শ্রম নিয়োগের অনুমতি দেবে। দ্বিতীয়ত মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য মালয়েশিয়ার প্রতিনিধিদলের একটি সিরিজ কাজের সফরের আয়োজন করা হবে।
মঙ্গলবার আনোয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির সাথে এই বিষয়ে একটি বৈঠকের সভাপতিত্ব করার পরে এক বিবৃতিতে বলেছেন, প্রাসঙ্গিক খাতের চাহিদা মেটাতে যদি আমরা বিদেশী কর্মী নিয়োগের গতি বাড়াতে পারি তাহলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
তৃতীয়ত সভাটি ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ম্যানপাওয়ার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (এমআরপি)-এর জন্য বিশেষভাবে অবৈধ অভিবাসী রিক্যালিব্রেশন প্ল্যান ২.০ (আইআইআরপি) বাস্তবায়নে সম্মত হয়েছে।