শাবি রেজিস্ট্ররের মাতৃবিয়োগে ভিসির শোক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৬:৩২:৩৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান-এর মাতা মঙ্গলবার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধনিয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর।
মরহুমার মৃত্যুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ফরিদ উদ্দিন আহমেদ শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
ভাইস চ্যান্সেলর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি