শান্তিগঞ্জে ব্রাহ্মণগাঁও প্রিমিয়ার লীগের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৭:৩১:৩১ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জে ব্রাহ্মণগাঁও প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেন পুর পয়েন্ট সংলগ্ন মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি সদস্য আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, আওয়ামী লীগ নেতা জাবেদ নূর, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ছালিক আহমদ, সাধারণ সম্পাদক মো. সজিব আহমদ, শাহিন মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত নেতা সালেহ আহমদ।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজলুল হাসান, খলিলুর রহমান, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, মনসুর উদ্দিন, মো. সাদিক মিয়া, আব্দুল আলিম ও গণমাধ্যমকর্মী নাহিদ আহমেদ প্রমুখ।