চেম্বার অফিসে ক্যালিগ্রাফি প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:২৭ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অফিসে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে সোমবার সন্ধ্যা ৭ টায় ক্যালিগ্রাফি প্রদান করা হয়।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদের কাছে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর সীল মোহর সম্বলিত ক্যালিগ্রাফি প্রদান করেন।
ক্যালিগ্রাফি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজীব, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহসভাপতি অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সহ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, সহ-প্রচার সম্পাদক আবদুল কাদির জীবন, শিক্ষা সম্পাদক আবুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি