বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৮:০০:৩৭ অপরাহ্ন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১টায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাছিত, সাবেক সহ-সভাপতি এ জেড রওশন জেবীন রুবা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাধুরী গুন, নুরুন নাহার, বীনা সরকার, মাধবী ভট্টাচার্য্য, রুনা আক্তার, অঞ্জনা সরকার, নমিতা মোদক, কইতুন নেছা প্রমুখ। বিজ্ঞপ্তি