জগন্নাথপুরে চিতা শাবক আটক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৮:০১:৪১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিতাবাঘ শাবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে।
বাঘ শাবক আটককারী কেশবপুর গ্রামের নন্দলাল দাস বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার একটি পালিত কুকুর ছানাকে আক্রমণ করে বাঘ শাবক। এ সময় আমি এগিয়ে গেলে আমার উপর হামলা করে পালিয়ে যায়। এতে আমি আহত হই। পরে একটি লোহার পিঞ্জিরা সংগ্রহ করে পিঞ্জিরার ভেতর খাবার হিসেবে হাঁস রেখে দেই। এতে মঙ্গলবার ভোরে বিভিন্ন কৌশলে বাঘ শাবককে আটক করা হয়েছে। এতে জনমনে স্বস্তি বিরাজ করছে। এ সময় দেখা যায়, বাঘ শাবকটি দেখতে নারী-পুরুষ ও শিশুরা ভিড় করছেন নন্দলাল দাসের বাড়িতে। খবর পেয়ে বন বিভাগের উর্ধ্বতন কর্তারা এসে বাঘ শাবকটি উদ্ধার করে নেয়া হচ্ছে বলে বন বিভাগের জাকির হোসেন জানান।