ওসমানী শিশু পার্কের প্রবেশমুখে অবৈধ স্ট্যান্ড, বাঁধা মুখে দর্শনার্থী
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ১১:০০:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে গাড়ির স্ট্যান্ড। ফলে পার্কে ভেতর প্রবেশ করতে দর্শনার্থীরা বাঁধার সম্মুখিন হচ্ছেন। এনিয়ে সংশ্লিষ্টদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান। ধোপাদিঘীরপারের এই উদ্যানটি মানুষের কাছে শিশু পার্ক হিসেবে পরিচিত। এটি নগরের একমাত্র শিশু পার্ক। প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ পার্কে আসেন। এতে আগত দর্শনার্থীরা নানা বিড়ম্ভনায় পড়তে হয়।
সরেজমিনে দেখা যায়, পার্কের সামনে গড়ে তোলা হয়েছে গাড়ির অবৈধ স্ট্যান্ড। বন্দরবাজার টু সোবহানীঘাট সড়কের জেলরোড পয়েন্ট থেকে শিশু পার্ক পর্যন্ত সড়কের বড় একটি অংশ জুড়ে দখল করে গড়ে তোলা হয়েছে লেগুনা, ফোরস্ট্রোক ও টেম্পু স্ট্যান্ড। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পার্কের সামনজুড়ে এসব গাড়ি পার্কিং করা থাকে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। অবস্থাদৃষ্টে মনে হয়, এই অবৈধ গাড়ির স্ট্যান্ড ও পার্কিং দেখার কেউ নেই।.
এ বিষয়ে পুলিশের ভাষ্য, আইন অনুযায়ী তারা জরিমানা করতে পারেন না। শুধু রেকার করে নিয়ে যেতে পারেন। এ ছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় না। ফলে অবৈধভাবে পার্কিং করা গাড়ি সরানো তাদের জন্য কঠিন।
স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের অভিযোগ, অবৈধ এই স্ট্যান্ডের ফলে এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। দীর্ঘদিন ধরে পার্কের সামনে এসব স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করছেন কতিপয় পরিবহন শ্রমিক নেতা-কর্মী। এতে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা।