ভারতে ৯ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৮:৪২:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনের বাইরে থেকে ৯ বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জানুয়ারি রাতে গোলবাড়ি থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের ধারণা, গ্রেফতার বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারতে এসেছেন। তাদের সঙ্গে এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। ওই ভারতীয় ব্যক্তি দালাল বলে জানিয়েছে পুলিশ। তার মাধ্যমে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন বলে ধারণা পুলিশের।
গ্রেফতার বাংলাদেশি নাগরিকদের গোলবাড়ি থানা পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে দণি ভারতে যেতে তারা হাওড়া স্টেশনে আসেন। গ্রেফতারদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করা হয়েছে।