মানবিক টিম কানাইঘাটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৫:১৮:৪০ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে বৃহত্তর বড়দেশ গ্রামবাসীর উদ্যোগে ও মানবিক টিম কানাইঘাটের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে ও মানবিক টিমের সদস্য আলবাব জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হান্নান, ডাঃ মোজাম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হুসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, মাষ্টার লুৎফুল হক, বড়দেশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ফরিদ উদ্দিন খান, সাংবাদিক মাহবুবুর রশিদ, মুমিন রশীদ, জয়নাল আজাদ, ইউপি সদস্য এবাদুর রহমান।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মখলিছুর রহমান, মানবিক টিম কানাইঘাটের সদস্য জিল্লুর রহমান, আব্দুল মালিক রিপন, রহিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে মানবিক টিম কানাইঘাটের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।