বাহরাইনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৫:২৩:৫২ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪ টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান ও প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহরাইনে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।