ওসমানী মেমোরিয়েল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৫:২৭:২১ অপরাহ্ন
বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়েল ট্রাস্ট ঢাকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় চারশত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয় ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়েল ট্রাস্ট ঢাকার ট্রাস্টি টিটু ওসমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোপাল চক্রবর্তী, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া।
এসময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, শাহজাহান, মোঃ আতিক মিয়া, ফারুক মিয়া, লাহিন আহমদ, আবুল কালাম, খিজির আহমদ, শামিম আহমদ, সেলিম আহমেদ, গয়াস মিয়া, মছব্বির, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ আবির, ফরহাদ আহমদ, শাহিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি