ফ্রান্সে রেলস্টেশনে ছয়জনকে ছুরিকাঘাত
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৮:০১:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্যারিসে গ্যারে ডু নর্ড রেলস্টেশনে ছয়জনকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আহত একজনের অবস্থা গুরুতর। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীকে কয়েকবার গুলি করা হয়েছে। প্রাণঘাতী অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। এ ঘটনায় তদন্ত চলছে। ইউরোপের অন্যতম ব্যস্ততম গ্যারে ডু নর্ড স্টেশন। প্যারিস, লন্ডন ও ইউরোপের উত্তরের মধ্যে এটি একটি প্রধান সংযোগ। হামলার পর স্টেশনটির পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে এবং ট্রেন চলাচল করছে।