হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের এনআইডি প্রদান ও অন্যান্য দাবীতে লুটনে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ১০:০৯:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে ও ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর উদ্যোগে গত ৯ই জানুয়ারী সোমবার লুটন শহরের লিগ্রোভ রোডস্থ কমিউনিটি হলে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ন্যাশনেল স্মার্ট আইডি কার্ড প্রদান ,পাওয়ার অব এটর্নি ও পাসপোর্ট প্রদানে হয়রানী বন্ধের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
লুটন কাউন্সিলের সাবেক সিভিক মেয়র তাহির খানের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিষ্ট ফজিলত খানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও গ্রন্থকার সৈয়দ মাহবুব আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব গ্লোবাল বাংলাদেশীজের সভাপতি ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলনের আহ্বায়ক সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী ,ভয়েস ফর জাস্টিস ইউকের অর্থ সচিব মোহাম্মদ আফসার মিয়া ছুটু ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – লুটনের বিশিষ্ট মুরব্বী ব্যারি পার্ক জামে মসজিদের সভাপতি আবুল হোসেইন, রাজনীতিবীদ সাজ্জাদুর রহমান, জালালাবাদ জামে মসজিদের ট্রেজারার মইদুল ইসলাম শাহজাহান, কমিউনিটি নেতা মতিন মিয়া, আরাফাত নিউজ পত্রিকা সম্পাদক ও মোহাম্মদ আনোয়ার হুসেইন, সাবেক কাউন্সিলর ইরাক চৌধুরী, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক পাভেল ,মৌলভীবাজার কমিউনিটির নেতা কমরুজ্জামান কমরু, সিওয়াই সিডির চেয়ারম্যান শামসুদ্দীন, বিশ্বনাথ এসোসিয়েশনের সভাপতি মাওলানা রুহুল আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পবিত্র কুরআন থেকে তেলাওত করেন ক্বারী আব্দুল কাদির ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনাররা ২০১৯ সালে হাই কমিশনের মাধ্যমে সকল বৃটিশ বাংলাদেশীর জাতীয় পরিচয় পত্র প্রদানের দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি, যার ফলে বৃটিশ বাংলাদেশীরা দেশে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বক্তারা -পাওয়ার অব এটর্নি প্রদানে বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ না করা ,পাসপোর্ট নবায়ন ও পুলিশ ভেরিফিকেশনে হয়রানী, বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ ১০ বছরে বৃদ্ধি করা, নো ভিসা ফি কমানো ও বিমানের ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যার দ্রূত সমাধান দাবী করেন ।বক্তারা লুটনে আবার কনসুলার সার্ভিস চালুর দাবী জানান ।বক্তারা প্রবাসী বাংলাদেশীদের জায়গা সম্পত্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান ।
সভায় সমগ্র বৃটেনজুড়ে এ সব দাবী আদায়ে আন্দোলন গড়ে তোলা ও হাইকমিশনে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় ।