বাবনা থেকে কামালবাজার পর্যন্ত টেকসই সড়ক নির্মাণের দাবিতে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৫:২৯:৩৪ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে কামালবাজার পর্যন্ত টেকসই সড়ক নির্মাণের দাবিতে আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে বিভিন্ন সূধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ঐ এলাকার সচেতন লোকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর কমিটির সহসভাপতি এম রশিদ আহমদ এবং জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম। মতবিনিময় সভা সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম।
লিখিত বক্তব্যে এ দুই রাজনৈতিক নেতা বলেন, জনগুরুত্বপূর্ণ বাবনা পয়েন্ট থেকে কামালবাজার পর্যন্ত সড়কটি দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের একমাত্র সড়ক। এ সড়কটিই কামালবাজার এলাকার সাথে সিলেট শহরের যোগাযোগ রক্ষা করে চলেছে। কামালবাজার এলাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন সিলেট শহর থেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী এ সড়ক দিয়েই যাতায়াত করেন। তাই এ সড়কটি টেকসই না হলে মানুষের দুর্ভোগ বাড়বে। টেকসই সড়ক নির্মানের দাবি জানিয়ে ইতিমধ্যে এলাকার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে বলেও মতবিনিময় সভায় জানানো হয়। সভায় দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া সুরমা নদীর তীর সংরক্ষণ করে সড়ক নির্মাণের জন্য দাবি তুলে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটি এম হাসান জেবুল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী। বিজ্ঞপ্তি