আকবেট’র সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৫:৪৮:১৩ অপরাহ্ন
উইমেন এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় শ্রমজীবি নারীদের ক্ষমতায়নের লক্ষে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) এর সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার অংশ হিসেবে সিলেট নগরীর শাহজালাল উপশহরে আকবেট কান্ট্রি অফিসে দশজন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এই কর্মশালা তিন মাস ধরে চলমান থাকবে। সেলাই মেশিন বিতরণে পৃষ্ঠপোষকতা করে যুক্ত্ররাজ্যভিত্তিক সংস্থা টেমসাইড রোটারি ক্লাব। এই কর্মশালায় সহযোগিতা করেছে সিলেট সানশাইন রোটারি ক্লাব। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেমসাইড রোটারি ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি উইলিয়াম এন্ড্র, হাইড পাস্টের সভাপতি ডেভিড রিচার্ডসন, সিলেট সানশাইন ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, জাস্ট হেল্প ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেমসাইড রোটারির মুন জন ওয়াল্টার, আলেক্সান্ডার উইলিয়াম, পিডিজি শহীদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আকবেট-এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। বিজ্ঞপ্তি