কানাইঘাট কালভার্ট স্থাপনের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৬:৪২:২৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট সড়ক হতে আমরি ব্রীজ পর্যন্ত মাটির রাস্তার ভাঙ্গন কবলিত স্থানে বেড়িবাঁধ না দিয়ে কালভার্ট নির্মাণে দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে।
বুধবার দুপুর ১২টায় সুরইঘাট হতে আমরি ব্রীজ পর্যন্ত মাটির রাস্তায় জড়ো হয়ে এলাকার বিপুল সংখ্যক লোকজন মাটি বাঁধ নির্মাণের পরিবর্তে ব্রীজ ও কালভার্ট স্থাপন করে বানভাসী এলাকার মানুষের স্থায়ী মুক্তি এবং শত শত একর জমি কৃষি চাষের আওতায় আনার দাবিতে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওরানা জামাল উদ্দিন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ফয়েজ আহমদ, সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন, এলাকার মুরব্বী আব্দুল খালিক মোস্তফা, বাহার উদ্দিন, নুরুল আম্বিয়া, নুরুল আমিন, মামুন রশিদ, মাও. হারুন রশিদ, কিন্ডারগার্টেন শিক্ষক রুবেল আহমদ, রুহুল আমিন।