মোগলাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৬:৪৩:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল টিম সদস্য ও দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, শ্রমিক ময়দানে কাংখিত পরিবর্তনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই। আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা যদি নিরলসভাবে কাজ করে যেতে পারে অল্প সময়ের মধ্যে এই অঙ্গনের পরিবর্তন সাধিত হবে। নতুন নেতৃত্বকে শ্রমিকদের ঘরে ঘরে ইসলামী শ্রমনীতির দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বুধবার রাত ৮ টায় জালালপুর বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার মোগলাবাজার থানা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোগলাবাজার থানা সভাপতি মুজাম্মিল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমীনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা প্রধান উপদেষ্টা সাব্বির আহমদ, শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম, থানা উপদেষ্টা এডভোকেট নাজমুল ইসলাম, জালালপুর ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাফিজ মুজাম্মিল আলী।
প্রধান অতিথি ও প্রধান নির্বাচন পরিচালক ফখরুল ইসলাম খান উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মুজাম্মিল আহমেদকে সভাপতি এবং আল আমীনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট মোগলাবাজার থানা কার্যকরী কমিটি ঘোষণা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আনহার, আব্দুল কাদির মুহিন, মো: মাহফুজুর রহমান, আব্দাল হোসাইন ওলিদ, গুলজার আহমদ ও মো: মতিউর রহমান প্রমূখগণ। বিজ্ঞপ্তি