মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘কোয়ালিটি টিচিং ইন হায়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৬:৪৪:৪৫ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘কোয়ালিটি টিচিং ইন হায়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, শিক্ষকরা হলেন সমাজের আলোকবর্তিতা ও শিক্ষার্থীদের জন্য মডেল। একজন ভালো শিক্ষক শুধু তার শিক্ষার্থীদের মেধা-মননে পরিবর্তন নিয়ে আসেন না, বরং পুরো সমাজকে বদলে দিতে পারেন। বিশ্বের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক (ইএলটি) সহযোগী অধ্যাপক ড. রমা ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, রেজিস্ট্রার তারেক ইসলাম, পরিচালক (অর্থ) ইনামুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সুমনা আজিজ, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি