গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৬:০৮:০৩ অপরাহ্ন
ভাসমান অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেছে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি। বুধবার মধ্যরাতে সিলেট সুরমা নদীর তীরে বিভিন্ন জায়গায় এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মো. কাপ্তান হোসেন, গ্লোবাল গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মো. কয়ছর আহমদ, প্রকল্প পরিচালক শাহ মোহাম্মদ বদরুজ্জামান বদরুল, সিলেট গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক এবিএম বুলবুল আহমেদ ও সিলেট গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা ডা. রাহিমা রাব্বানী প্রমুখ। এদিন তারা সুনামগঞ্জের উজানীগাঁও এ দুই শতাধিক শীতার্তদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি