পদ্মা ব্যাংক গোয়ালাবাজার শাখায় প্রচারণামূলক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:২৫:২৮ অপরাহ্ন
পদ্মা ব্যাংক লিমিটেড কৃষি খাতে গতিশীলতা বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে সহজ শর্তে ৪% হারে কৃষি, মৎস্য চাষ, পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদন খাতে ঋণ প্রদান এবং ব্যাংকিং কার্যক্রমে আগ্রহ সৃষ্টিকরণের লক্ষে বৃহস্পতিবার গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক আবু রাহাদ খন্দকারের সঞ্চালনায় প্রচারনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা কৃষকদের হিসাবের সুযোগ সুবিধাসহ ব্যাংকের অন্যান্য সুযোগ সুবিধা ও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় থেকে আগত আসাদুজ্জামান খান, ভাইস প্রেসিডেন্ট, হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, জাবেদ আহমেদ, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক সিলেট, উম্মে তামিমা উপজেলা কৃষি কর্মকর্তা, রাশেদুজ্জামান আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পীর মজনু মিয়া, চেয়ারম্যান ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ, মো: হারূন মিয়া সাবেক চেয়ারম্যান ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ, আরজু মিয়া ইউপি সদস্য, সাংবাদিক মো: শরিফ চৌধুরী ও আব্দুল গাফ্ফার সিকদার, মো: আনোয়ার হোসেন, আব্দুল মমিন, সুকুমার সুত্রধরসহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।