শীতার্তদের ক্যামব্রীজ গ্রামার স্কুলের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৪২:২০ অপরাহ্ন
ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবুল মহসিন চৌধুরী মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েস লোদী), কার্যকরী পরিষদের সদস্য আবুল কালাম, ইসলাম উদ্দীন ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।