জেলা প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল শুরু
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৫৮:৫৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : সিলেটে শুরু হলো জেলা প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থার ১৩ দল।
বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.এস.এম.কাসেম, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল এবং কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী ও মাহমুদ হোসেন শাহীন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক হোসেন, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সিহাব উদ্দিন, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.এইচ.এম.এ.মালিক ইমন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া ও মোঃ সিরাজ উদ্দিন, সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির সহকারী সদস্য-সচিব রুবেল আহমদ নান্নু ও সদস্য এহতেশামুল হাসান লয়েছ, আজাদুর রহমান চঞ্চল, গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, রাজা চৌধুরী ও কামরুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঝলক পাল, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মাহা’র পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে ওসমানীনগর উপজেলা ফুটবল দল ১-০ গোলে দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। ওসমানীনগর উপজেলা ফুটবল দলের পক্ষে একমাত্র গোলটি করেন ৭ নং জার্সিধারী খেলোয়াড় রতন।
আজকের খেলা :
বেলা ১২.টা : গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল বনাম গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
বেলা ২.৩০ টা) : জৈন্তাপুর উপজেলা ফুটবল দল বনাম ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল দল।