সিলেটে এক সপ্তাহে সড়কে প্রাণ গেলো শিশুসহ ১০ জনের
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৮:১০:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বছরের শুরু থেকে প্রতিদিন সিলেটের বিভিন্ন সড়ক-মহাসড়কে দূর্ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে সড়কে প্রাণ গেলে শিশুসহ ১০ জনের। এসব এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সর্বশেষ বৃহস্পতিবার পৃথক দুটি ঘটনায় এক শিশুসহ ২ জন মারা গেছেন। এরমধ্যে সিলেট-ঢাকা মহাসড়কে এক মাইক্রোবাস যাত্রী ও কুলাউড়ার রবিরবাজারে ১ শিশু।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় আব্দুল মালেক (৩৫) নামের এক মাইক্রোবাস যাত্রী নিহত হন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি মিনি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় শাহজিবাজার এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় আব্দুল মালেক মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। মরদেহটি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলার রবিরবাজার পুরশাই এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন আরো ৭ জন।
নিহত শিশু সাইদ (১০) কুলাউড়া উপজেলার হাসনপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- নিহত শিশু সাইদের মা আসমা বেগম (৪২), নজিব আলী (৬২), শামসুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মো. মামুন (১০), সবুজ (২৪) ও আবজল খাঁন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে যাচ্ছিলো একটি মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইদকে মৃত ঘোষণা করেন। এ সময় আশঙ্কাজনক অবস্থা ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।