সাড়ে ৫ হাজার কোটি ব্যয়ে হাওরে উড়াল সড়ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৮:১৫:৪০ অপরাহ্ন
জালালাবাদ ডস্কে : হাওর অঞ্চলে ৫ হাজার ৬৫১ কোটি টাকা ব্যয়ে উড়ালসড়ক নর্মিাণরে একটি প্রকল্প নয়িছেে সরকার। এখানে মূল উড়ালসড়ক নর্মিাণে খরচ হবে ২ হাজার ৭৭৩ কোটি টাকা। আর বাকি প্রায় তনি হাজার কোটি টাকা ব্যয় হবে জমি অধগ্রিহণ, জমতিে স্থাপনা বাবদ ক্ষতপিূরণ, উড়াল সড়কে সংযোগ সড়করে জন্য ছোট ছোট চারটি সতেু নর্মিাণ এবং সড়ক প্রশস্ত করত।ে কশিোরগঞ্জরে মঠিামইন উপজলো থকেে শুরু হয়ে করমিগঞ্জ উপজলোর মরচিখালতিে গয়িে শষে হবে উড়ালসড়কট।ি
পরকিল্পনা কমশিন বলছ,ে আগামী মঙ্গলবার (১৭ জানুয়ার)ি প্রকল্পটি অনুমোদনরে জন্য উত্থাপন করা হব।ে
সতেু র্কতৃপক্ষরে দায়ত্বিশীল সূত্র বলছ,ে উড়ালসড়কটি নর্মিাণরে উদ্দশ্যে হলো কশিোরগঞ্জরে ইটনা, মঠিামইন, অষ্টগ্রাম উপজলোসহ আশপাশরে হাওর এলাকার সঙ্গে কশিোরগঞ্জরে জলো সদররে যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা। এছাড়া ঢাকা, সলিটে ও অন্য জলোর সঙ্গে সড়ক যোগাযোগ প্রতষ্ঠিা করা। প্রকল্পটি ১৭ জানুয়ারি অনুমোদন পলেে ২০২৮ সালরে জুনরে মধ্যে শষে করতে চায় সতেু বভিাগ।
সতেু বভিাগ বলছ,ে উড়ালসড়ক নর্মিতি হলে স্থানীয় র্পযটন বকিশতি হব।ে হাওর অঞ্চলে র্অথনতৈকি র্কমকাণ্ড বাড়ব।ে
রাশয়িা-ইউক্রনে যুদ্ধরে কারণে সরকার বলছ,ে দশে র্অথনতৈকি সংকট।ে সবাইকে মতিব্যয়ী হতে আহ্বান জানানো হয়ছেে সরকাররে বভিন্নি পক্ষ থকে।ে সরকারি র্কমর্কতাদরে গাড়ি কনো ও বদিশে ভ্রমণে লাগাম টানা হয়ছে।ে জরুরি প্রকল্প ছাড়া অন্য প্রকল্প অনুমোদন দওেয়া হচ্ছে না। জমি অধগ্রিহণ বন্ধ রাখা হয়ছে।ে এর মধ্যইে বপিুল ব্যয়রে এই উড়ালসড়ক নর্মিাণ প্রকল্প অনুমোদনরে জন্য যাচ্ছ।ে
সরকাররে পক্ষ থকেে বলা হচ্ছ,ে অগ্রাধকিার ভত্তিতিে এই প্রকল্প নওেয়া হয়ছে।ে ধাপে ধাপে এতে র্অথ ব্যয় করা হব।ে
প্রকল্পরে নথি ঘঁেটে জানা যায়, ১৫ দশমকি ৩১ কলিোমটিার দর্ঘ্যৈরে উড়ালসড়কটি নর্মিাণে খরচ ধরা হয়ছেে ২ হাজার ৭৭৩ কোটি টাকা। উড়ালসড়ক নর্মিাণে ১৫১ একর জমি অধগ্রিহণ করতে হবে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদশে সতেু বভিাগক।ে এই জমি অধগ্রিহণে খরচ হবে ২৬৬ কোটি টাকা।
এই প্রকল্পরে আওতায় মোট চারটি সতেু বানানো হব।ে ২টি সতেুর দর্ঘ্যৈ ৪৩০ মটিাররে। একটি ৩৩০ মটিার, অন্যটি ৪০ মটিার দর্ঘ্যৈরে। সব মলিয়িে ১ হাজার ২৩০ মটিার দর্ঘ্যৈরে সতেু বানাতে খরচ পড়বে ১ হাজার ১৪৭ কোটি টাকা।
প্রকল্প এলাকায় জমি অধগ্রিহণরে ফলে ১ হাজার ১৩২টি পরবিার ক্ষতগ্রিস্ত হব।ে তাদরে ক্ষতপিূরণে সরকাররে খরচ হবে ২৩০ কোটি টাকা। এ প্রকল্পরে আওতায় ১৩ কলিোমটিার সড়ক প্রশস্তও করা হব।ে সখোনে খরচ হবে ৪৩৩ কোটি টাকা। এসব ছাড়াও যানবাহনরে জ্বালান,ি অফসিভাড়া, নয়িোগপ্রাপ্ত ব্যক্তদিরে বতেন-ভাতা ও অন্যান্য নানা খাতরে খরচ মলিে মোট খরচ হবে ৫ হাজার ৬৫১ কোটি টাকা।
সতেু বভিাগ বলছ,ে ২০৩০ সালে প্রতদিনি এই উড়ালসড়ক দয়িে ২৫ হাজার ৮০০টি যানবাহন চলাচল করব।ে
এ ব্যাপারে পরকিল্পনা প্রতমিন্ত্রী শামসুল আলম বলনে, র্অথনতৈকি সংকটরে কারণে তো সবকছিু বন্ধ থাকবে না। সরকারকে উন্নয়নকাজ করতে হব।ে এটি অগ্রাধকিার প্রকল্প। উড়ালসড়ক প্রকল্পে এক বছরইে তো সব টাকার প্রয়োজন হবে না। ধাপে ধাপে টাকা বরাদ্দ দওেয়া হব।ে তাই টাকা বরাদ্দ নয়িে সমস্যা হবে না।