সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পক্ষ শুরু
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৯:০৭:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ট্রাফিক আইন মানতে জনসাধারণকে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো ও পরিবহন আইন বাস্তবায়নের লক্ষে ট্রাফিক পক্ষ পালন করবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচী চলবে।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব নির্দেশনায় বৃহস্পতিবার সকালে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
এসএমপি’র ট্রাফিক বিভাগের টিআই মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআই নীহার রঞ্জন সিংহ, টিআই মো. আজাদ হোসেন খান, টিআই রাজীব বাহাদুর।
অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের কর্মকর্তা সড়ক পরিবহন আইন সম্পর্কে উপস্থিত পথচারী, চালক ও শ্রমিকদের সচেতনতামূলক নানা বক্তব্য প্রদান করেন। এ সময় ফিটনেস বিহীন যানবাহন ও সিএনজি চালিত থ্রি হুইলারে অতিরিক্ত যাত্রি বহন না করা সহ মোটরসাইকেল চালকদের হেলমেট পরার জন্য উৎসাহিত করেন।