গোলাপগঞ্জে ছাত্র মজলিসের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:১১:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত লক্ষণাবন্দ ইউনিয়নে শীতার্ত ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার সকাল ১১টায় লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব প্রাঙ্গণে ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে ও এবাদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সালমান আহমদ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াজ উদ্দিন, ডা. জয়নাল আবেদীন, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা সভাপতি শাহিন আহমদ ফামান, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি আদনান হোসাইন ইমন, খেলাফত মজলিস লক্ষণাবন্দ ইউনিয়ন সভাপতি মাওলানা সুলাইমান আহমদ, সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ, সায়েম আহমদ, মোস্তাক আহমদ।