পূর্বদর্শা ঈদগাহ মাঠে তাফসীর মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:১৩:৪৯ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইসলামের খেদমতে যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আলেম উলামা ও পীর বুজুর্গের নেক দোয়ার বরকতের কারণে আমাদের দেশ হাজারো দুর্যোগ ও দু:সময়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে আল্লাহ রক্ষা করে থাকেন। আর কোরআনের মাহফিলগুলো জায়গায় জায়গায় চলমান থাকায় আমাদের সামাজিক অবস্থা এখনো ভালো রয়েছে। এ পরিবেশ যেন কেয়ামত পর্যন্ত থাকে মহান রবের কাছে এই কামনা করছি।
বুধবার রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁ ইউনিয়নের মাসুকগঞ্জ বাজার সংলগ্ন পূর্ব দর্শা সততা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিকেল থেকে শুরু হওয়া এই মাহফিলে সভাপতিত্ব করেন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী। প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা নাসির উদ্দীন আনছারী।
বিশেষ মেহমান হিসেবে তাফসীর পেশ করেন মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, মাওলানা হাফেজ মাহবুবুর রহমান জালালাবাদী, মাওলানা নুরুল হক নবীগঞ্জী ও পূর্বদর্শা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা বেলাল আহমদ।
মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুস শুকুর, বাদশা আহমদ, আলতাফ হোসেন সুমন, মোবারক আলী, মো. আইয়ুব আলী প্রমূখ। মাহফিলটি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি