দক্ষিণ সুরমা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৪৪:১০ অপরাহ্ন
শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা শাহজাহান আলী বলেছেন, দেশ জাতি ও রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি হয়েও সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর নাম হলো শ্রমিক সমাজ। অথচ শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতির চাকা ঘুরে। শ্রমিকরা দেশের বিশাল জনগোষ্ঠী হলেও তাদের মাঝে নৈতিকতার সমন্বয় ও ঐক্যবদ্ধ প্রয়াস না থাকায় তারা ন্যয্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, এসিস্ট্যান্ট সেক্রেটারী আক্কাছ আলী।
মহানগর সভাপতি ও নির্বাচন পরিচালক এডভোকেট জামিল আহমদ রাজু সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কফিল উদ্দিন আলমগীর সভাপতি এবং মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট থানা কার্যকরী কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি