নলুয়া প্রবাসী সংঘের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৭:০৮:৩৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়া প্রবাসী সংঘের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুহিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল হোসাইন ও স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক শাহ আলম আহমেদ। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নলুয়া প্রবাসী সংঘের সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আরজু।
বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধির রঞ্জন দাশ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জুবায়ের আহমেদ সুহেল, প্রবাসী সংঘের সদস্য ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম জাবেদ, এনামুল হক, মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফ হোসাইন ও গীতাপাঠ করেন পন্নী রায়। এ সময় ইউনুস মিয়া মেম্বার, জাকির হোসাইন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।