জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড আঞ্চলিক উৎসবের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৭:১০:৫৬ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিজ্ঞানের বিস্তার ও বিকাশে জাতির সর্বাঙ্গীন উন্নতি নিহিত। পর্যবেক্ষণযোগ্যতা, পরীক্ষণযোগ্যতা ও যাচাইযোগ্যতা এ তিনটি কেবল বিজ্ঞান নয়; বাস্তব জীবনের যেকোনো ক্ষেত্রে প্রয়োজন। বিজ্ঞান নিয়ে উচ্চতর গবেষণার জন্য নতুন প্রজন্মকে বিজ্ঞানমস্ক হতে হবে। বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হতে হবে। যে কাজটি করে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে।
শুক্রবার সকাল ৯ টায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বর ক্যাম্পাসে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ১৩ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর সিলেট বিভাগের আঞ্চলিক উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও রেজিস্ট্রার তারেক ইসলাম।
সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিনা পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা প্রফেসর চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ নাসের খান।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি টানা ৭ বছর জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সিলেট অঞ্চলের আয়োজক। হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৫০ জন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এর পূর্বে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়। বিজ্ঞপ্তি