তাহিরপুরে গ্রামে ঢুকে বিএসএফ’র গুলি!
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে। তাদের গুলি-মারধরে এক যুবক ও এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় টেকেরঘাট সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আমাদের তাহিরপুর প্রতিনিধি জানান, গুলিবিদ্ধ যুবক তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৭)। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। অপর আহত হনুফা বেগম নামের বৃদ্ধা ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পিছনে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যান হনুফা বেগম নামের এক বৃদ্ধা। এ সময় বিএসএফের একটি টহল দলের সদস্যরা ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের ১৫/২০ জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসলে বিএসএফ সদস্যরা চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় বিএসএফের লাঠির আঘাতে একজন নারী আহত হয়েছেন। আরো একজনে শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে লিখিত প্রতিবাদ পাঠানো হবে।
এ দিকে গুলি ও পিটিয়ে গুরুতর আহতের ঘটনায় দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বড়ছড়া শুল্কষ্টশনের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমার্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকে বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বদেন ট্যাকেরঘাট কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আহমদ ও বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন শিলং ১৯৩ ব্যাটালিয়নের বড়ছড়া বিএসএফর বড়ছড়া কোম্পানি কমান্ডার দিলিপ শিং। দুইদেশের মধ্যে ১৫ মিনিট ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঘটনার বিষয়টি প্রথমে বিএসএফ অস্বীকার করলেও পরে বিজিবি পক্ষ থেকে ঘটনা ও আহতদের ছবি দেখালে বিএসএফএর পক্ষে থেকে বলা হয় ঘটনা ঘটতেও পারে। শনিবার ঘটনাস্থল বিএসএফ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাৎক্ষণিক পতাকা বৈঠকটি শেষ হয়।