রোটারি ই ক্লাবের প্রজেক্ট বাস্তবায়ন অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৮:১৬:১৬ অপরাহ্ন
রোটারি ই ক্লাবের উদ্যোগে ৬টি প্রজেক্ট বাস্তবায়নের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি এ এইচ এম ফয়সল আহমদ।
ওই প্রজেক্টের আওতায় ছয়টি ভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এনামুল হাসান খাঁনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট (গ্রেট ওয়ান প্রেসিডেন্ট) রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরী ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোশাররফ হোসেন জাহাঙ্গীর। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ক্লাব সভাপতি রোটারিয়ান তোফায়েল আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন সেক্রেটারী ইলেক্ট রোটাঃ ডাঃ আব্দুল মুয়ীদ ও ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ এবং প্রমুখ। বিজ্ঞপ্তি