জগন্নাথপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজান
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৯:০০:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
জানা গেছে, বিগত ২০২২ সালের ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রেস বার্তায় ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন, সভাপতি আকমল হোসেন, সহ-সভাপতি মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও যুগ্ম-সম্পাদক আবুল হাসান। এ সদস্যের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা থাকলেও তা হওয়ার আগেই নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যু হয়। গত ২৬ ডিসেম্বর আকমল হোসেনের মৃত্যুতে সভাপতি পদটি শুন্য হয়ে যায়। এর মধ্যে চলতি ২০২৩ সালের ১৩ জানুয়ারি নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সন্ধ্যায় মিজানুর রশীদ ভূইয়া জানান, ১৩ জানুয়ারি শুক্রবার আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
উল্লেখ্য-জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার প্রয়াত পিতা হারুনুর রশীদ হিরন মিয়া জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান সহ একাধিকবার ইউপি চেয়ারম্যান ছিলেন।