সাংবাদিক আশিক মোহাম্মদ আর নেই
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৮:৪৪:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেটের ডাক এর সাবেক সাব এডিটর, নব্বইয়ের দশকের সিলেটের সুপরিচিত সাংবাদিক আশিক মোহাম্মদ আর নেই।
শুক্রবার ভোর ৪টায় লন্ডনস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
তিনি দীর্ঘদিন যাবত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউটে।