উচ্চশিক্ষায় শিক্ষার্থী কমেছে আড়াই লাখ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৮:৫১:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী কমেছে। এক বছরের ব্যবধানে উচ্চশিক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় আড়াই লাখ। তবে কমেছে মূলত ছাত্রের সংখ্যা, বিপরীতে অল্প সংখ্যায় বেড়েছে ছাত্রী।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ খ্রিষ্টাব্দে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ছিল ৪৪ লাখ ৪১ হাজার ৭১৭ জন। ২০২০ খ্রিষ্টাব্দে এ সংখ্যা ছিল ৪৬ লাখ ৯০ হাজার ৮৭৬। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিক্ষার্থী কমেছে ২ লাখ ৪৯ হাজার ১৫৯ জন। বিশ্ববিদ্যালয়গুলোর দেয়া ২০২১ খ্রিষ্টাব্দের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
২০২০ ও ২০২১ খ্রিষ্টাব্দ এ দুই বছর সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনার বিস্তার ছিল। দেশে করোনাকালে শিক্ষা খাতের ওপর বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২০ খ্রিষ্টাব্দে মার্চে করোনা সংক্রমণ শুরুর পরের দেড় বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাস বন্ধ ছিল। বর্তমানে দেশে ৫৩টি (২০২১ সাল পর্যন্ত ৫০টি) সরকারি এবং ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
ইউজিসির তথ্য বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর (জাতীয় বিশ্ববিদ্যালয়সহ) শিক্ষার্থী সংখ্যা বেশি কমেছে, যা ২ লাখ ৩০ হাজারের বেশি। বাকি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। কমে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ১১২ জন ছাত্র। তবে ছাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় ২৯ হাজার।