এয়ারপোর্ট থানার নতুন ওসি মঈন উদ্দিন সিপন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৯:০৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকিরকে বদল করা হয়েছে। তাঁর জায়গায় একই থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন সিপনকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।
তিনি জানান- ওসি খান মো. মাইনুল জাকিরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর মঈন উদ্দিন এয়ারপোর্ট থানায়-ই পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকে একই থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, মঈন উদ্দিন সিপন এর আগে জগন্নাথপুর, ছাতক, কুলাউড়া ও মোগলাবাজার থানায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।