ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ১১:৩২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রংপুরে চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মিজানুর রহমান (২৮)। তিনি রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার শাহ আলম মিয়ার ছেলে। তবে এ ঘটনায় ছাদ থেকে পড়ে যাওয়া অপরজনের খোঁজ পাওয়া যায়নি।
রংপুরের বদরগঞ্জ রেলস্টেশন ইনচার্জ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে পৌঁছলে দুজন ছাদে উঠে সেলফি তোলার উদ্যোগ নেন। এ সময় ট্রেনের নিচে পড়ে মিজানুর রহমানের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দুই যুবক বদরগঞ্জ থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বদরগঞ্জ রেলস্টেশনের এই কর্মকর্তা।