ইউক্রেনের মতো অন্য সংকটগুলোতেও ইইউকে এগিয়ে আসার আহ্বান
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ১২:০৫:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) তার বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ইউক্রেনের জন্য বিশ্বের সরকারগুলো যে সমর্থন দিয়েছে তার প্রশংসা করেছে। তবে এ প্রতিবেদনে ‘দ্বৈত নীতির’ জন্য অনেক ইইউ রাষ্ট্রের সমালোচনাও করেছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রশংসা করে এইচআরডাব্লিউ অন্যান্য সংঘাতের বেলাতেও অনুরূপ প্রতিক্রিয়া ও কৌশল অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই এনজিও জানিয়েছে, ২০২২ সালে মানবাধিকার সংকট ভিন্ন রূপে আবির্ভূত হয়, তবে বছরটি মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে নতুন সুযোগও তৈরি করেছে।
তিনি জানান, অনেক বছর ধরে সংকটে পতিত অন্য দেশের দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য এগিয়ে আসার ক্ষেত্রে সরকারগুলো এক ধরনের দ্বিধা দেখিয়ে আসছে। কিন্তু ইউক্রেনের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছে, তা অসাধারণ এক সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়, বিশ্বব্যাপী তাদের মানবাধিকারের দায়িত্ব উপলব্ধি করতে পেরেছে তারা। প্রতিবেদনের সারমর্মে উল্লেখ করেন হাসান।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে সমর্থন দেয়। সংস্থাটি সরকারগুলোকে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে সর্বোত্তম প্রতিক্রিয়া দেখিয়েছে, অন্যান্য সংকটের মোকাবেলার ক্ষেত্রেও অনুরূপ রাজনৈতিক ইচ্ছা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।