জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৬:২১:০৪ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ীতে টেক্সাস ইউএসএ কর্তৃক প্রতিষ্ঠিত সানাবিল ফাউন্ডেশনের শুভ উদ্বোধন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় জুড়ী ইন্টারন্যাশনাল স্কুল মাঠে সানাবিল ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলাল, ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোহাম্মদ মাহবুবুর চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, জুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেধলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী প্রেস ক্লাব সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার, আব্দুস সালাম প্রমুখ। বিজ্ঞপ্তি