আজ থেকে আলিয়া মাঠে চরমোনাইয়ের মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:১২:১৯ অপরাহ্ন
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ৩ দিনব্যাপী সিলেটের সর্ববৃহৎ ওয়াজ মাহফিল শুরু হচ্ছে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত মাহফিলে দেশের প্রখ্যাত আলেম ওলামাগণ বয়ান পেশ করবেন। রোববার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাইর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ওয়াজ মাহফিলের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেল ৩টায় মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এর উপদেষ্টা ও বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় ছদর প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেটে বিভাগীয় সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহ্বায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা নায়েবে ছদর আব্দুল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, জেলা ইমাম কাম অডিটর মুফতী মো: ফখর উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি