শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন শাখার সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৩০:৪১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের মুক্তির জন্য আল্লাহর দিনের পথে এগিয়ে আসতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে যে দুনিয়ার এ জীবনই শেষ নয়। মৃত্যুর পর শুরু হবে আখেরাতের অনন্ত জীবন। সে জীবনের শুরু আছে, শেষ নেই। সেখানে এ দুনিয়ার প্রতিটি কাজের হিসেব সকলকে আল্লাহর নিকট দিতে হবে। যোগে যোগে শ্রমিকদের মুক্তির জন্য বিভিন্ন শ্রমিক সংঘটন শ্রমিকদের কাজে লাগিয়ে বিভিন্ন ফায়দা হাসিল করেছে এতে শ্রমিকের মুক্তির বদলে তাদের ব্যবহার করা হয়েছে। একমাত্র শ্রমিক কল্যাণ ফেডারেশনই শ্রমিকের দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুক্রবার রাত ৮ টায় একটি অভিজাত হোটেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা -২ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রেড ইউনিয়ন থানা -২ সভাপতি মো. দিলশাদ মিয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এ্যাডভোকেট জামিল আহমদ রাজু, গাজীপুর মহানগীর সহ সভাপতি মোঃ ফারদিন হাসান,সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ সাধারণ সম্পাদক মোঃ ও ট্রেড ইউনিয়ন- থানা ১ এর সভাপতি আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, ট্রেড ইউনিয়ন থানা -২ এর সহ সভাপতি এটিএম খসরুজজামান । প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত কর্মী ও সদস্যদের পরামর্শক্রমে সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ সেশনের জন্য মোঃ দিলশাদ মিয়া সভাপতি এবং মোঃ আকবর আলী সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি