রোটারী ক্লাব মানুষের দুঃসময়ে পাশে থাকে
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৩২:৩১ অপরাহ্ন

Exif_JPEG_420
গোয়াইনঘাট প্রতিনিধি :
গোয়াইনঘাটে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন রোটারীক্লাব অব সিলেট সেন্ট্রেল গোয়াইনঘাটে বিভিন্ন সেবামূলক কাজে মানুষের কল্যাণে কাজ করছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই এলাকায় মানব কল্যাণে কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় রোটারীক্লাব অব সিলেট সেন্ট্রেলের উদ্যোগে গহড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারীয়ান বিকাস কান্তি দাস। সাবেক চেয়ারম্যান রোটারীয়ান এমএ রহিমের সঞ্চালনায় শুরুতেই কোরআান তেলাওয়াত করেন হাফেজ মাঃ শিব্বীর আহমদ। বিশেষ অতিথির বক্তব রাখেন এ এইচ এম ফয়সল আহমদ এমপিএইচএফ, ডিষ্ট্রেক গভর্নর নোমিনী রেটারীয়ান সাইুদুর রহমান জায়গীরদার, এডঃ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মনসুর আহমদ, গ্রামবাসির পক্ষে বক্তব্য রাখেন ইউছুফ জামাল, আঃ খালিক প্রমুখ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মেম্বার জসিম উদ্দীনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে অতিথিরা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ ছাড়া রোটারী ক্লাবের নেতৃবৃন্দরা তাদের অর্থায়নে স্থাপিত বিভিন্ন গ্রামে বিশুদ্ধ নিরাপদ পানির উৎস ৮টি নলকূপ, দুটি ঘরের উদ্বোধন করেন।