রানা’র মৃত্যুতে মহানগর বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৫:৫৮:৪৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন রানা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
রোববার এক শোক বার্তায় মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, মরহুম রিয়াজ উদ্দিন রানা মহানগর বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী দলের প্রতি তাঁর আনুগত্য ও অবদান আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিজ্ঞপ্তি