শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা’র সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৬:০৮:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-২ এর দ্বি বার্ষিক সম্মেলন শনিবার রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-২ শাখার সভাপতি দিলশাদ মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সহ সভাপতি ফারদিন হাসান হাসিব, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী ও সাজ্জাদুর রহমান।
বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন নেতা এটিএম খসরুজ্জামান, কামরুল ইসলাম, আব্দুল বারি, সুহেল আহমদ, ইব্রাহিম হোসেন, হোসেন আহমদ, কামাল মজুমদার, রুবেল আহমদ, আল মামুন, সালেহ আহমদ প্রমুখ।
সম্মেলনে দিলশাদ মিয়াকে সভাপতি ও আকবর আলীকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সনের ট্রেড ইউনিয়ন থানা-২ এর কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি