সুনামগঞ্জে গ্রাম ছাড়া ৯ পরিবারের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৬:৫২:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউপির চানঁপুর গ্রামের মাতব্বরদের অমানবিক সালিশের রায়ে গ্রাম ছাড়া ৯টি পরিবারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ভুক্তভোগীর পরিবারের নারীপুরুষ ও শিশুদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সমাজচ্যুত রাম চন্দ্র তালুকদার, সুমিত্রা রানী তালুকদার, আশু তালুকদার, শেফালী রানী তালুকদার, মিতালী রানী তালুকদার, জয়চাঁন তালুকদার ও আশ্রয়দাতা চম্পা রানী বিশ্বাস প্রমুখ।
ভুক্তভোগীরা বলেন, চাঁনপুর গ্রামের মাতব্বর সভাপতি সুজন হালদারের নেতৃত্বে গুরুদাস তালুকদার, গোপী তালুকদার, বিতু বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, নিশি সরকার, নিরঞ্জন সরকার, অনিল বিশ্বাস ও সুনীল বিশ্বাস গংরা পেশীশক্তির জোরে এক বছর পূর্বে ভুক্তভোগীদের প্রায় ৩০ একরের উপরে বোরো ও আমন জমি, বসতবাড়ি ও আসবাবপত্র জোরপূর্বক দখল করে ৯টি পরিবারের নারীপুরুষ সদস্যদের হামলা চালিয়ে রক্তাক্ত করে গ্রামছাড়া করে দেন। এরপর থেকেই গ্রামছাড়া ৯টি পরিবারের সদস্যরা স্থানীয় সাচনা বাজারসহ বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনায় ভুক্তভোগীরা একমাস পূর্বে জামালগঞ্জ থানায় মামলা করলেও পুলিশ আসামীদের গ্রেপ্তার না করায় দখলকারীরা উল্টো তাদেরকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন বলে তারা অভিযোগ করেন। গ্রামছাড়া হওয়ার কারণে তাদের ছেলেমেযেরা স্কুল কলেজে যেতে না পারায় বাচ্চাদের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে। অবিলম্বে ঐ সালিশদের গ্রেপ্তার করে তাদের দখলকৃত বসতবাড়ি জমিজমা উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট দাবী জানান তারা।