আল্লাহর সান্নিধ্য পেতে হলে ঈমানকে মজবুত করতে হবে : পীর সাহেব চরমোনাই
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৬:৫৫:০৬ অপরাহ্ন
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে সিলেট আলীয়া মাদরাসা মাঠে তিনদিন ব্যাপি ওয়াজ মাহফিল রোববার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছে। টানা তিন দিন এ মাহফিল চলবে।
উদ্বোধনী বয়ানে চরমোনাই বলেন, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দ্বীন প্রতিষ্ঠায় উলামাগণকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাসুল (স.) সুন্নাহ, আদর্শ, সাহাবায়ে কেরামের রা:-এর বৈশিষ্ট্য এবং ইসলামী আন্দোলনের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করতে হবে। কলবে আল্লাহর জিকির ধারণ করতে হবে। দুনিয়ার আরাম-আয়েশ ভুলে গিয়ে জিকির এবং ঈমানের সঙ্গে চলাফেরা করলে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব বলে স্মরণ করিয়ে দেন তিনি। আগামী মঙ্গলবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ মাহফিল।
মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা নুরুল ইসলাম বারইগ্রামী, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা রেদওয়ানুল চৌধুরী রাজু, মুফতি সাঈদ আহমদ, মুফতি ফখর উদ্দিনসহ সকল আলেম উলামা। বিজ্ঞপ্তি