মেক্সিকোয় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:১০:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে জনসমাগমপূর্ণ স্থানে আর ধূমপান করতে পারবেন না কেউ। পাশাপাশি মাদকের রাজ্য হিসেবে পরিচিত এই দেশটিতে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, বিক্রি ও প্রদর্শনীর উপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, মূলত ২০০৮ সালের ধূমপান বিরোধী আইনকে সংস্কার করেই নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগের আইন অনুযায়ী, শুধুমাত্র বার, স্টেুরেন্ট ও কর্মেেত্র প্রকাশ্যে ধূমপান নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২১ সালে এর পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় আইনের পরিধি বাড়িয়ে বাইরে জনসম্মুখে ধূমপানকেও নিষিদ্ধ করা হলো। এ আইন জারির মাধ্যমে বিশ্বের অন্যতম কঠোর তামাকবিরোধী আইন কার্যকর করেছে দেশটি।
লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। তবে মেক্সিকোতে এ আইন প্রয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। আশঙ্কা করা হচ্ছে, প্রকাশ্যে ধূমপানে জরিমানা বা শাস্তি প্রদানের পরিবর্তে পুলিশ এটিকে ঘুষ নেয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে।