‘হৃদয়ে মাহমুদ উস সামাদ’ স্মারকের প্রকাশনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:৫৫:৫৪ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন আদর্শবান রাজনীতিবিদ। তিনি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। প্রকাশনার মাধ্যমে তাঁর জীবন ও কর্ম নিয়ে সবাই জানতে পারবে। তার মুত্যুতে আওয়ামী লীগে যে অপূরণীয় তি হয়েছে তা পূরণ হবার নয়।
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস স্মরণে ‘হৃদয়ে মাহমুদ উস সামাদ’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতীা এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। অসাম্প্রদায়িক ও শুদ্ধ সমাজ সংস্কৃতি গড়তে মাহমুদ উস সামাদ চৌধুরীর কর্ম কীর্তি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এতেই সমাজের আমূল পরিবর্তন ঘটবে। শুদ্ধ-সুস্থ সমাজ গঠনে তাঁর মতো প্রজ্ঞাবান রাজনীতিবিদদের নিয়ে যতো বেশি চর্চা হবে ততবেশি আলো ছড়াবে। এতে সমাজ-দেশ উপকৃত হবে।
স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির সভাপতি মরহুমের ছোটোভাই আহমেদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে এবং মিসবাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান অ্যাডভোকেট, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট প্রেসকাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ. আর সেলিম, ইউকে আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মফুর, দণি সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ. রকিব মন্টু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, দণি সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক ওয়ালি তছরুদ্দিন, সভাপতি সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, বাংলাদেশ ফিমেল একাডেমির কর্ণধার জামিল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মালিক জাকা ও মরহুমের বড়োভাই সাহেদ উস সামাদ চৌধুরী। কোরআন তেলাওয়াত করেন মুশফিকুস সামাদ চৌধুরী। বিজ্ঞপ্তি