কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:২৯:০৮ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার নারায়ণক্ষেত্র গ্রামে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়। মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রোববার বিকাল ৫টায় অনুষ্ঠিত ধামাইল উৎসবে বিভিন্ন এলাকা থেকে ৭ টি দল অংশগ্রহণ করে।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ পরিচালক (অঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।